বরিশালে ইউপি চেয়ারম্যান ও মেম্বার গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম
বরিশালে ইউপি চেয়ারম্যান ও মেম্বার গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলার বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. কামাল ফকিরকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মজিবর রহমান জানিয়েছেন, উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার এলাকা থেকে সাইফুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে বরিশাল আদালতে সোর্পদ করা হবে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-ডেভিল হ্যান্ট অপারেশনের অংশ হিসেবে থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে কামাল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে