কয়েক দিনের তীব্র শীতে সোনারগাঁয়ে নিম্ন আয়ের সাধারণ মানুষের জনজীবন বিপযস্ত হয়ে পরেছে। খেটে খাওয়া সাধারণ অটোরিকশা ও ভ্যান চালক, নৌকার মাঝি, নির্মান শ্রমিক, জমির কামলা সহ বিভিন্ন শ্রমজীবি এদেরকেই শীতে সবচেয়ে বেশি সমস্যায় পরতে হয়েছে। শীতবস্ত্রের সল্পতার কারণে গ্রামের দরিদ্র অনেক মানুষকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতাল গুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সোনারগাঁ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান, শীতের কারণে গত কয়েক দিনে সাধারণ রোগীর তুলনায় ঠান্ডা এবং শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। এদিকে শীতের তীব্রতার কারনে রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন সংগঠন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোনারগাঁ থেকে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান শুক্রবার রাতে উপজেলার পিরোজপুরের মেঘনা এলাকায় শতাধিক শীতার্ত নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।