ঝিনাইদহে বিএনপি প্রার্থী মজিদের নির্বাচনী কার্যক্রম শুরু

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৫ পিএম
ঝিনাইদহে বিএনপি প্রার্থী মজিদের নির্বাচনী কার্যক্রম শুরু

ঝিনাইদহ জেলায় আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে (সদর-হরিণাকুন্ডু) বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার বাদ জুমা হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ঝিনাইদহ-২ আসনের (সদর-হরিণাকুন্ডু) প্রয়াত সংসদ সদস্য,ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য মসিউর রহমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে তিনি নির্বাচনী কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ।ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, ঝিনাইদহ-২ আসন সহ জেলার সবগুলো আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

আপনার জেলার সংবাদ পড়তে