নওগাঁর মান্দায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে উপজেলা কৃষকদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন।
উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল।
সভায় আরও বক্তব্য দেন নওগাঁ জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম ফিরোজ দুলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, কৃষকদল নেতা মাহমুদুল হাসান, মোহাম্মদ আলী, কাজেম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, মাসুদ রানা, সাহাদত হোসেন, আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা প্রমুখ।