নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার বিস্ফরক মামলায় এজাহারভূক্ত আসামী সিংপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর প্রভাবশালী সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী গ্রেফতার। গতকাল ২৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে আনুমানিক ভোর চারটায় জেলা শহর কিশোরগঞ্জ থেকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সিংপুর ইউনিয়নের বাজারহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সিংপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতির দায়িত্বে আছেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এলাকায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আরো একাধিক থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।