চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় নাগরিক পার্টির ফরম উত্তোলন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় নাগরিক পার্টির ফরম উত্তোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় নাগরিক পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মু: নাজমুল হুদা খান রুবেল  মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার দুপুর ১২টায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তারা হলেন জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাসুম আলী, জেলা যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান সিমুল, আব্দুল রহিম, সায়েম পারভেজ, হেদায়েততুন নবী। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার তৈরি দল জাতীয় নাগরিক পার্টি তার প্রতিক শাপলা কলি আমাকে দিয়েছে তাই আপনারা যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবেন।

আপনার জেলার সংবাদ পড়তে