নাঙ্গলকোটে জমি দখল ও মাটি লুটের অভিযোগে মানববন্ধন

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ পিএম
নাঙ্গলকোটে জমি দখল ও মাটি লুটের অভিযোগে মানববন্ধন

কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের মোড্ডা গ্রামের আব্দুর রহিমের বিরুদ্ধে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীর জমি দখল করে রাতের আঁধারে একই জমিতে দু’টি রাস্তা নির্মাণ, মাটি লুট করে বিক্রি ও উল্টো জমির মালিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে রোববার বিকেলে হাসানপুর বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। ভূক্তভোগী বেলাল হোসেন মৌকরা ইউনিয়নের পৌঁছির গ্রামের মৃত আছলাম মিয়ার ছেলে। একই ইউনিয়নের গোমকোট পূর্ব বাজারে মোড্ডা মৌজায় ব্যবসায়ী বেলাল হোসেন ২০১৩ সালে ২৯ শতক জমি ক্রয় করেন। গত ১ বছর পূর্বে বেলাল হোসেন তার ক্রয়কৃত জমিতে ১০ লক্ষ টাকা খরচ করে মাটি ভরাট করেন। ওই ভরাটকৃত জমির মাটি গত এক সপ্তাহ পূর্বে গভীর রাতে আব্দুর রহিম ভ্যাকু মেশিন দিয়ে মাটি কেটে একই জমিতে ২টি রাস্তা নির্মাণ ও কিছু মাটি বিক্রি করে পেলেন এবং পরবর্তীতে বেলাল হোসেন ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় অভিযুক্ত আব্দুর রহিম ও তার লোকজন। এ নিয়ে ব্যবসায়ী বেলাল হোসেন বাদী হয়ে নাঙ্গলকোট থানা ও নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে অভিযোগ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূক্তভোগী ব্যবসায়ী বেলাল হোসেন, তার পুত্র আরিফুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা আলী আজগর সুলাইমান, যুবদল নেতা আবুল কাশেম। মানববন্ধনে উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ সেন্টু, প্রচার সম্পাদক কবির আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবু জাফর, সমাজ সেবক শর্ফিকুর রহমান, মৌকরা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা আব্দুর রহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্থ বেলাল হোসেনের জমির মাটি ফেরত-সহ ক্ষতিপূরণের দাবি জানান।

অভিযুক্ত আব্দুর রহিম বলেন, আমি এ রাস্তার কাজ করি নাই, কাজ করেছে তপৈয়া গ্রামের নিজাম উদ্দিন। 

নিজাম উদ্দিন বলেন, আমি ইউনিয়ন পরিষদ সচিবের নিকট থেকে বরাদ্দ নিয়ে রেকর্ডকৃত রাস্তায় মাটি ভরাট করেছি।

মৌকরা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান মজুমদার বলেন, ওই রাস্তায় কোন বরাদ্দ দেয়া হয়নি। তবে এলাকাবাসীর আবেদনের আলোকে রেকর্ড থাকলে ওই রাস্তায় বরাদ্দ দিবো বলেছি।

আপনার জেলার সংবাদ পড়তে