ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন দুই কিশোর মোটর সাইকেল আরোহী। এ ঘটনায় হিমেল (১৮) নামের অপর আরেক কিশোর আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজের উপর এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোরের নাম বাবু (১৯) ও রাকিব (১৭)। বাবু উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও রাকিব তারাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। এবং হিমেল তারাটিয়া গ্রামের মোঃ কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৭টায় তিন কিশোর মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা সদর বাজার থেকে নিজেদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে খুরশিদমহল ব্রিজে উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবু'র মৃত্যু হয়। রাকিব ও হিমেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এবং হিমেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিশোর দুইজনের এমন আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে বইছে শোকের মাতম।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।