রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ২০ মিনিটে এসব অভিযান পরিচালনা করা হয়।
সয়ার ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন উর্বর কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোঃ রশিদুল ইসলাম (৩৬)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া খিয়ার জুম্মা বাজার এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে কাউকে পাওয়া না গেলেও এলাকাবাসীকে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, একটি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন অপর দুটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তারাগঞ্জ। ভবিষ্যতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করে।