ত্রয়োদশ সংসদ নির্বাচন, আজ শেষ হচ্ছে মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম
ত্রয়োদশ সংসদ নির্বাচন, আজ শেষ হচ্ছে মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় চলছে। নির্ধারিত তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে। শেষ দিনে রাজধানীসহ সারা দেশের রিটার্নিং অফিসগুলোতে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতি বাড়তে দেখা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর রোববার (২৮ ডিসেম্বর) বেলা আড়াইটা পর্যন্ত সারা দেশে দুই হাজার সাতশ আশি জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক। তিনি জানান, এ সময়ের মধ্যে একত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা জেলার কয়েকটি আসনের চিত্রও তুলে ধরেছে ইসি। ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনে এখন পর্যন্ত বাষট্টি জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও সোমবার (২৯ ডিসেম্বর) সকাল দশটা পর্যন্ত কোনো আসনেই মনোনয়নপত্র জমা পড়েনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শেষ দিনে জমার প্রবণতা বেশি থাকায় বিকেলের দিকে জমা বাড়তে পারে।

নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির অংশ হিসেবে এর আগে মঙ্গলবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। পরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো হলেও আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে সোমবার (৫ জানুয়ারি) থেকে শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত। আপিল নিষ্পত্তি চলবে শনিবার (১০ জানুয়ারি) থেকে রোববার (১৮ জানুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে বুধবার (২১ জানুয়ারি)।

নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, নির্ধারিত সময়সূচির মধ্যেই নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে