বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এক শুভেচ্ছা বিনিময়ে মিলত হন। ২৮ ডিসেম্বর নীলফামারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তার ওই শুভেচ্ছা বিনিময় ছিল।
জেলা প্রেসক্লাবের ফজলুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন,মিডিয়া কর্মীরা আমাদের সহযোদ্ধা। নীলফামারীকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমাদের ভুল-ত্রুটি যেমন গণমাধ্যমে তুলে ধরা হবে, তেমনি উন্নয়নমূলক ও ইতিবাচক কাজগুলোরও যথাযথ প্রচার প্রত্যাশা করি। তবে কোনো ধরনের অপপ্রচার যেন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, দলের কেউ যদি অন্যায় করে, তার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধের শাস্তি নিশ্চিত করা হবে। আমরা চাই স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি। এজন্য গণমাধ্যমকে আমরা সহযোগী শক্তি হিসেবে পাশে পেতে চাই।
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নীলফামারী প্রেসক্লাবে পৌঁছালে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে সিনিয়র সাংবাদিকরা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে সমর্থন দেওয়ায়, তিনি নীলফামারী-০২ আসন থেকে নির্বাচন করতে পারেন এমন গুঞ্জন রয়েছে। ইতোমধ্যে ওই আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।