রাণীনগরে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৫ পিএম
রাণীনগরে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজার চারমাথায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাণীনগর থানা-পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জয়ব্রত পাল। এছাড়া স্থানীয় ব্যবসায়ী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বাজার এলাকায় চুরি-ছিনতাই, যানজট, রাতের নিরাপত্তার ঘাটতি, সিসিটিভি নজরদারি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা সমস্যা তুলে ধরেন এবং এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এসময় বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশের টহল জোরদার, অপরাধ প্রতিরোধে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অনাকাংক্ষিত ঘটনা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে