আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনিত প্রার্থী নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সোমবার দুপুর ১২ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফয়জুননেছা পুতুল, সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান। পরে সিংড়া কোর্ট মাঠে আগত বিএনপির নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ আনু
এর কিছুক্ষণ পরে একই কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সুরা সদস্য আফসার আলী, উপজেলা জামায়াতের আমীর আ.ব.ম আমানুল্লাহ, সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ।