আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনে মোট পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন।
দাখিলকৃত মনোনয়নপত্র অনুযায়ী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন।
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকে মনোনয়ন দাখিল করেন মো. মাজেদুল ইসলাম।
খেলাফত ইসলাম থেকে রিকশা প্রতীক থেকে মনোনয়ন দাখিল করেন মোঃ আমিনুল ইসলাম।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন অধ্যাপক এবিএম ফজলুল করিম।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রার্থীদের সমর্থকরা উপস্থিত থেকে স্লোগান ও শুভেচ্ছা জানান।
আগামী নির্ধারিত তারিখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।