পিরোজপুরের ২টি আসনে শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে একসাথে মনোনয়নপত্র দাখিল করেছেন। পিরোজপুরের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু সাইদ এর কাছে আজ সোমবার শেষ দিনে পিরোজপুর -১ আসনে মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী মনোনয়নপত্র দাখিল করেন। এ সময়ে তাদের সাথে ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক ও অন্যান্যরা। দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসনে পর পর দুবার আওয়ামীলীগের শুধাংশু শেখর হাালদারকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এবারের নির্বাচনে পিরোজপুর-১ আসনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দু’প্রার্থীর অপর প্রার্থী হলেন বিএনপির অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ছাড়াও ৫ জন প্রার্থী রয়েছেন। এ দুটি আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।