আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বরিশালের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনে বিএনপির তিনজন নেতা বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তিনি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার পক্ষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
এছাড়া বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুলাদীর সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য আব্দুস সত্তার খান। সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদী।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে বলেন-মার্কা কিংবা দল নয়; যোগ্যতাই প্রার্থীর পরিচয়। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য প্রধান উপদেষ্টাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন।
বিগত ওয়ান ইলেভেন থেকে নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীরিত জনগনের পাশে থাকার দাবি করে ইঞ্জিনিয়ার সোবহান বলেন-কথামালার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি অনুসারে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় তাহলে জনগনের ভোটে আমি নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন-আমার রাজনৈতিক জীবনে বিগত ৪০ বছরে আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, সকল ধর্মের নারী-পুরুষ সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।