অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

বাবুগঞ্জে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৫ এএম
বাবুগঞ্জে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলেপ হাওলাদার।

পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মো. আলেপ হাওলাদারের নাম অন্তর্ভুক্ত ছিল।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে