পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মোঃ আরিফ হাওলাদার (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ হাওলাদার টগরা গ্রামের বাসিন্দা মোঃ আবুল খায়ের হাওলাদারের ছেলে। তিনি পাড়েরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”নামের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তদন্তে সন্দেহভাজন হিসেবে আরিফ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।