চরভদ্রাসনে নিখোঁজের ৭ দিন পর পদ্মায় লাশ উদ্ধার

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৯ পিএম
চরভদ্রাসনে নিখোঁজের ৭ দিন পর পদ্মায় লাশ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে ডুবে যাওয়া এক বলগেট শ্রমিক নিখোঁজের সাতদিন পর মঙ্গলবার সকাল ৭ টায় তার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশটি হলো- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের মুজিবর শেখের ছেলে আরিফ শেখ (৪৫)। উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামের পদ্মা নদীর ভাটি এলাকার জলমহাল থেকে চরভদ্রাসন ফায়ার সার্ভিস দল লাশটি উদ্ধার করে পুলিশে সোপার্দ করেন। আর চরভদ্রাসন থানা পুলিশ উক্ত শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন।  

জানা যায়, উক্ত শ্রমিক বলগেটে বালু লোড-আনলোডের মজুর হিসেবে কাজ করতো। গত ২৪ ডিসেম্বর বিকেলে উপজেলার টিলারচর গ্রামের পদ্মা নদীতে বলগেট থেকে পড়ে গিয়ে উক্ত শ্রমিক নিখোঁজ হয়। গত সাতদিন ফরিদপুর ডুবুরী দল, চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও নৌপুলিশ মিলে অনেক খোঁজাখুজির পরও লাশটি পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার ভোরে পদ্মা নদীর একই পয়েন্টের ভাটি এলাকায় লাশটি ভেসে উঠে। পরে উপজেলা ফায়ার সার্ভিস দল লাশটি উদ্ধার করেন। 

উপজেলা ফায়ার ষ্টেশন মাষ্টার মোর্তাজা ফকির জানান, “গত সাতদিন ধরে বিশাল পদ্মা নদী জুড়ে লাশটির অনেক সন্ধান করেছি। কিন্তু প্রচন্ড শীতল আবহাওয়া থাকায় লাশটি ভেসে উঠতে দেরি হয়েছে”। আর চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “উদ্ধারকৃত লাশটি তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে”।

আপনার জেলার সংবাদ পড়তে