বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে বিভিন্ন সংগঠনের শোক

এফএনএস (সিলেট): | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৮ পিএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে বিভিন্ন সংগঠনের শোক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিএনপি নেতৃবৃন্দ, দলের কেন্দ্রীয় নেতারা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী নেত্রী। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক ও রাজনৈতিক অভিভাবক। দেশ ও মানুষের প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসা জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের এক অনন্য ইতিহাস। তিনি প্রমাণ করেছেন ক্ষমতা নয়, আদর্শই একজন নেতাকে মহান করে।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, এটি একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী। তাঁর প্রয়াণে দেশের রাজনীতি হারালো এক শক্তিশালী কণ্ঠস্বর।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনও। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট (এমজাস) একাধিক শোকবার্তায় বলেন, তিনি শুধু একটি দলের নেত্রী নন-তিনি ছিলেন গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকারের প্রতীক।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বিএনপি দলীয়ভাবে সারা দেশে সাত দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। এ সময় দোয়া মাহফিল ও কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে