নোয়াখালী-২: এনসিপি প্রার্থী হিসেবে সুলতান জাকারিয়ার মনোনয়ন দাখিল

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩০ পিএম
নোয়াখালী-২: এনসিপি প্রার্থী হিসেবে সুলতান জাকারিয়ার মনোনয়ন দাখিল

উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার নোয়াখালী -২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেল এর প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া।

তিনি সোমবার বিকালে শহীদ জুলাইযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মুহসিয়া তাবাসসুমের কাছে এ মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন-জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এ্যাডভোকেট হুমায়রা নূর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেনবাগ উপজেলা সংগঠক মো. আবু নাছের, সেনবাগ উপজেলার সংগঠক মো. মামুন হোসাইন , সেনবাগ পৌরসভার সংগঠক আনোয়ার হোসেন, সেনবাগ পৌরসভার সংগঠক মোহাম্মদ শামীমসহ বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী ।

আপনার জেলার সংবাদ পড়তে