দেশব্যাপী অপরাধীদের ধরার জন্য চলছে অভিযান ডেভিল হান্ট ফেইজ-২। এ অভিযানেরই অংশ হিসেবে আটক করেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু।
মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ গ্রামের নিজ বাড়ি থেকে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু কে পুলিশ আটক করেছে। আটক করার পর ভেড়ামারা থানা পুলিশ কুষ্টিয়া আদালতে প্রেরণ করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ গ্রামের নিজ বাড়ি থেকে আক্তারুজ্জামান মিঠুকে আটক করা হয়েছে। আটকের পর তাকে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে।