বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০ পিএম
বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শামিম আল মামুনসহ সাংবাদিকবৃন্দ। 

দোয়া পরিচালনা করেন ভূঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সহসভাপতি আলিম আকন্দ। এর আগে সকাল ১১ টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে প্রেসক্লাবে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এময় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে