আশাশুনি উপজেলার ৯ নং গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের সহকারী শিক্ষক রাঘবিন্দু সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক ইদ্রিস আলী বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়ে ৪র্থ থেকে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ সানজিদা সবনম। সে ৭০০ মার্কের মধ্যে ৬৯১ মার্ক পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণিতে উত্তীর্ণ নূরে জান্নাত। অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়। এসময় সহকারী শিক্ষক আসমা আফরোজ, সালমা শিরিন, নাদিয়া নাসরিন, নাজমা খাতুন, সালমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।