সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পর ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১ জানুয়ারি) মেলা শুরুর কথা থাকলেও তা পিছিয়ে শনিবার (৩ জানুয়ারি) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপপরিচালক মো. রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি ও চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই বাণিজ্য মেলার সূচিতে পরিবর্তন আনা হয়।
ইপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শনিবার (৩ জানুয়ারি) মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে জানানো হয়, এর আগে যেসব আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, সেগুলো ওই দিনই প্রযোজ্য থাকবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, জাতীয় শোকের আবহে রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ অনুযায়ী সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।