অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রনজিত ভক্ত আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন, রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে থানা পুলিশ রনজিত ভক্তকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হবে।