কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মঙ্গলবার দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এরিধারা বাহিকতায় বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও ত্রয়োদশ সংসদ নিবার্চনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল হাজারো কর্মীনিয়ে মিলাদ মাহফিল করেন। এদিকে সদ্য যোগদানকৃত বিএনপি নেতা ও বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এহেসানুল হুদা মঙ্গলবার বিকেলে নিকলী উপজেলায় এক বিশাল মিলাদ মাহফিল করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব খোকন। অন্য দিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন এর নেতৃত্বে তার নিজ কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল করেন। অন্য দিকে বাজিতপুরের সকল বিএনপির নেতা কর্মীরা খালেদা জিয়ার জানাজায় অংশ গ্রহন করার জন্য ঢাকায় অবস্থান করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।