মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০২:০৫ পিএম
মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজা শেষে দাফনের জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। জাতীয় পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িবহর ঘিরে সেখানে জড়ো হয়েছেন দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। শেষ বিদায়ের এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছে শোক ও শ্রদ্ধার মিলনস্থলে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি সংসদ ভবন এলাকায় পৌঁছায়। এর আগে বেলা ১১টা ০৪ মিনিটে গুলশানের ফিরোজা ভবন থেকে গাড়িবহরটি যাত্রা শুরু করে। গাড়িবহরে জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানের পাশাপাশি লাল সবুজ রঙের একটি বাসও ছিল, যেখানে নেতাকর্মীরা অবস্থান করেন।

সকালের দিকে ফিরোজা ভবনে স্বজন ও দলীয় নেতাদের শেষ শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে আনা মরদেহ ফিরোজা ভবনে প্রবেশ করে। তারও আগে সকাল ৯টার একটু আগে হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। সেখানে বিএনপির শীর্ষ নেতাকর্মীরা নীরব শ্রদ্ধায় অংশ নেন।

জানাজায় অংশ নিতে তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হন। দলীয় সূত্র জানায়, জানাজা শেষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। তাঁর মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে