রাজশাহীর তানোরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় তানোর সদরের গোল্লাপাড়া বাজার মাঠ প্রাঙ্গণে বিএনপি’র দলীয় নেতৃবৃন্দের উদ্যোগে এ গায়েবানা জানাজা ও মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় গায়েবানা জানাজা ও মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন গোল্লাপাড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ। এরআগে সকালে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার খবর মাইকিং করে জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেয়ারম্যান আব্দুল হান্নান, জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারী আক্কাছ আলী, বিআরডিপির চেয়ারম্যান বিএনপি নেতা আরসেদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডল, ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর মাস্টার, হাবিবুর রহমান ও সেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুর মোল্লা ছাড়াও জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক ছাড়াও বিভিন্ন স্তরের পেশাজীবি রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ই/তা