বাংলাদেশের রাজনীতিতে এক সংগ্রামী নারীর অধ্যায়ের অবসান

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ পিএম
বাংলাদেশের রাজনীতিতে এক সংগ্রামী নারীর অধ্যায়ের অবসান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই খবরটি শুনে গভীর শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে, এই শোকাহত ঘটনায় রাষ্ট্রীয় ও সামাজিক শোকের অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে উপজেলার বিএনপি'র দলীয় কার্যালয় সহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সহ বিভিন্ন দপ্তর, এমনকি ধামইরহাট উপজেলা সদরের মোঃ সোবাহান বাবুর চায়ের দোকান পর্যন্ত অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচল প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে,বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে,তার রাজনৈতিক জীবন যেমন সংগ্রামের ছিল, তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি বহু ত্যাগ ও নিপীড়নের শিকার হয়েছেন,তবুও আপস না করে তিনি বারবার দেশের মানুষের অধিকারের প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছেন, এই খবরে বিএনপির নেতাকর্মী, সমর্থকসহ, সাধারণ মানুষের মাঝেও নেমে আসে গভীর শোক ও নীরবতা।অনেক নেতা-কর্মীর চোখের জলে স্মরণ করছেন একজন শক্তিশালী নেতৃত্বকে,যিনি ছিলেন আপসহীন রাজনীতির প্রতিচ্ছবি। দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম, চিরকাল লেখা থাকবে এক সাহসী, সংগ্রামী ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে।