টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শিয়ালকোল এলাকায় অনুমোদনহীনভাবে পাবলিক প্লেসে সাউন্ড সিস্টেম ব্যবহার করে উচ্চ শব্দ সৃষ্টি ও শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) অভিযানে শব্দ দূষণকারী যন্ত্রপাতি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন। এ সময় ভূঞাপুর থানার এসআই রুবেল তাঁর টিমসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে শব্দ দূষণকারী যন্ত্রপাতি সরবরাহকারী দোকান ও ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।