ময়মনসিংহের গফরগাঁওয়ে বসত ঘরের জানালা ভেঙে কৃষকের পাঁচটি গরু নিয়ে গেছে চোরের দল। গরুগুলো হারিয়ে আর্তনাদ করছেন কৃষক আনিসুর রহমান ওরফে হামিজ গাজী (৯৫)। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পাগলা থানাধীন লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হামিজ গাজী জানান, গরু চুরির ভয়ে বসত ঘরে যে রুমে তারা বসবাস করেন সে রুমের সাথের একটি রুমকে তিনি গোয়াল ঘর হিসেবে ব্যবহার করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে আসেন। পরে গোয়াল ঘরের এক দরজায় তালা দিয়ে আরেক দরজায় ছিটকিনি দিয়ে এসে রাত ১১ টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির উঠোনে একটি গরু ডাক পারছে আর হাটাহাটি করছে। পরে গরু রাখার রুমে গিয়ে দেখেন ওই রুমের জানালা ভাঙা, একটি দরজা খোলা। রুমে গরু নেই। কৃষক হামিজ গাজী কান্নাজড়িত কন্ঠে বলেন, গোয়াল ঘরে ৬টি গরু ছিল। চোরের দল একটি গাভী ও পাঁচটি বলদ নিয়ে গেছে। রাতেই একটি বলদ ফিরে আসে। গরুগুলোর মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা হবে। পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম পিপিএম বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। উদ্ধারের জন্য চেষ্টা চলছে।