ভুঞাপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৩:২৩ পিএম
ভুঞাপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়-আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভুঞাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬।  দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সোহাগ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ চাঁদ মিঞাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান  অতিথিরা সমাজসেবার গুরুত্ব, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারকরণ এবং প্রযুক্তিনির্ভর সমাজসেবা কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ঘোষিত সমাজসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। 

আপনার জেলার সংবাদ পড়তে