কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজনে জাতীয়সমাজ সেবা দিবস পালন উপলক্ষ্যে ্র্যােলি ও আলোচনা সভা শনিবার সকালে নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অফিসার রাশেদ মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মিল্টন চাকমা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -৪ ডিজিএম মোক্তার হোসেন, উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জাকারিয়া,উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি অলিউল্লাহ। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার তোরাব আলী,অফিস সহকারি মোমিন চৌধুরী, ইউনিয়ন সমাজকর্মী আব্বাস উদ্দিন, সোহেল রানা, শফিউল আলম প্রমুুখ।