গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী (দাড়িপাল্লা), কমিউনিস্ট পার্টি মনোনীত মানবেন্দ্র দেব ( কাস্তে), জাতীয় পার্টি মনোনীত এনামুল কবির (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত প্রার্থী মনির হোসাইন এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে আমজনতা পার্টি মনোনীত প্রার্থী জাকির হোসেন (প্রজাপতি), চরমোনাই মনোনীত প্রার্থী কাজিম উদ্দিন (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ ও মোঃ আবুল হাশেম এর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
এছাড়া গাজীপুর–১ আসনে ৮ জনের মাঝে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ওই দুই প্রার্থী হলেন—আতিকুল ইসলাম (গণফ্রন্ট) এবং এস. এম. শরিকুল ইসলাম (জাতীয় পার্টি)।
গাজীপুর- ২ আসনে ১৮ জন প্রার্থী থেকে মনোনয়ন বাতিল হয়েছে ৮ জনের।
এ আসনে বিএনপি'র বিদ্রোহী প্রার্থী সালাহ উদ্দিন সরকারের মনোনয়ন ফর্মের হলফ নামায় ৩'শ টাকার কোর্ট ফি জমা না দেওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। এছাড়াও গণফ্রন্টের আতিকুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া,জাতীয় পার্টির ইসরাফিল মিয়া, খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমিন,গন অধিকার পরিষদের মাহফুজুর রহমান খান,জনতার দলের মোঃ শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী তাপসী তন্ময় চৌধুরী যথাযত ভাবে ফরম পুরন না করায় তাদের মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
গাজীপুর- ৩ আসনে ১০ জন প্রার্থী থেকে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩ জনের।
এ আসনে ইসলামী ঐক্যজোটের মাওলানা মুফতি শামীম আহমেদ, স্বতন্ত্র ইজাদুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র গোলাম শাব্বির আলী।