জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৪:১৪ পিএম
জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরে আল রাফি মডেল স্কুলের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী সভা ৩ জানুয়ারি দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল অব. ফজলুল হক। প্রধান আলোচক ছিলেন-মমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল খায়রুল ইসলাম। এসএমসি’র সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-মডেল স্কুল প্রধান শিক্ষক আলহাজ আব্দুল আজিজ, চরগোবিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক  শেখ আবু সাঈদ, মহিষবাথান হাই স্কুলের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, আব্দুল হক বিএসসি, অভিভাবক সদস্য একরামুল হক প্রমুখ।