“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজকল্যাণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন, এতিমখানার প্রতিনিধি, ঋণ গ্রহিতা, চিকিৎসা ভাতাভোগিসহ নিরাপত্তা বেষ্টনি ভোগি লোকজনের অংশ গ্রহণে গতকাল শনিবার সকালে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, মাধ্যমিক শিক্ষা পরির্দশক মোছা. ইতি বেগম, সাব ইন্সপেক্টর প্রবোদ দাস, মিতালীর সভাপতি প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক মো. শরীফ উদ্দিন, উপলদ্ধীর সভাপতি দেবদাস সিংহ রায়, সুকের মো. ছাদেকুর রহমান, এতিমখানার পক্ষে মাওলানা আব্দুল কাদের ও মো. মেরাজুল হক। বক্তরা সমাজসেবা কার্যালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনিসহ রাষ্ট্র প্রদত্ত সকল কাজের প্রশংসা করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ও উপকার ভোগিদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাজসেবা কার্যালয়ের কাজকে আরো গতিশীল করতে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব রাখেন। সমাজসেবা কর্মকর্তা সরাইল উপজেলায় প্রদত্ত সকল সেবা গ্রহিতার সংখ্যা ধরণ ও প্রদত্ত অর্থের পরিমাণ লিখিত আকারে সকলকে অবহিত করেন। অনুষ্ঠানে উপজেলার ৬৮ জনকে ২৪ লাখ ২০ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। সবশেষে সকলের অংশ গ্রহণে একটি র্যালি সদরের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।