সুজানগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ পিএম
সুজানগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

বিএনপি'র প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে রোববার বিকালে সুজানগরের মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ মাঠে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ উদ্যোগে ওই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবসহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।