প্রাইভেট কারে করে ছোট স্ত্রীকে জামাতা বাড়িতে জোর করে নেওয়ার সময় পথরোধ করলে শ্বশুর ওই প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে মারা যান। এটি ঘটেছে,শুক্রবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুড়াকুটি গ্রামের ঘোপাপড়ায়। স্বামীর সঙ্গে অভিমান করে রেজেকা (২২) তার বাবার বাড়ি দক্ষিণ দুড়াকুটির ঘোপাপাড়ায় আসে। তার স্বামী আবু তাহের (৩৫) শুক্রবার জুমার নামাজের সময় বড় স্ত্রী মিষ্টিকে (২৫) নিয়ে রেজেকাকে নিতে আসে। তিনি একই ইউনিয়নের পাগলাটারী গ্রামের মজিদুলের ছেলে। এ সময় তাহের রেজেকাকে নিয়ে প্রাইভেট কারে যাওয়ার সময় পথরোধ করে শ্বশুর এনতাজুল (৬০) ও তার মেজো মেয়ে নারগিস বেগম (২৪)। এর পরেও জোর করে যাওয়ার সময় দুর্ঘটনা-কবলিত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এদিকে নারগিস তার বাবার মৃত্যুটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। উত্তেজিত জনতা আবু তাহেরকে আটক করে থানায় সোপর্দ করেছে। প্রাইভেট কারটির নম্বর ঢাকা মেট্রো গ-১২-৯৫৫২। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।