কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন সহ হাওর অঞ্চলে গত কয়েক দিন যাবত মৃদু শৈত্য প্রবাহের কারণে নিন্ম আয়ের লোক জন থেকে শুরু করে বিভিন্ন শ্রমজীবি মানুষ এখন পর্যন্ত কোনো কম্বল পাচ্ছে না বলে অনেকের অভিযোগ। নিকলী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কাল সোমবার সকালে ১২.৭ ডিগ্রি সেলসিয়েস রেকর্ড করা হয়েছে। শীত জনিত কারণে বিভিন্ন হাসপাতালে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ শীতের কারণে শরিষা সহ বিভিন্ন সবজি জাত জমি গুলো নষ্ট হচ্ছে। কয়েক জন কৃষকের সাথে আলাপ করলে তারা জানান, শীতের কারণে ইরি বোরো ধানের জমিতে সারের অকার্য কর হচ্ছে বলে তারা জানান। এছাড়া মৃদু শৈত্য প্রবাহের গত কার সকাল থেকে আকাশ থেকে যিরি যিরি বৃষ্টির কণার মতো পড়ছে। হুমাইপুর হাওরের কৃষক আকবর আলী জানান, এই ঠান্ডায় জমিতে কাজ করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। সার দিয়ে ও জমিতে কোনো কাজ হচ্ছে না। বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অতিরিক্ত শীতের কারণে জমি নষ্ট হওয়ার প্রকোপ হতে পারে বলে উল্লেখ করেন।