ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা ও পশ্চিম চরশালেপুর নামক দুর্গম চরের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন ইউএনও জালাল উদ্দিন। গত রবিবার দুপুরে উপজেলার ওইসব দুর্গম চরের দু’টি পয়েন্টে প্রায় ৩শ’ কম্বল বিতরন করেন তিনি। এসব কম্বল বিতরন কালে ইউএনও’র সাথে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন প্রমূখ। জানা যায়, ওই দিন দুপুরে পদ্মা নদী পার হয়ে ঘোড়ার গাড়ী করে কম্বল বহন করা হয়। পদ্মা পারের প্রায় ৫ কি.মি দুর্গম চর এলাকার মেঠোপথ ধরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা চরের বালুরটেক নামক এলাকায় কম্বল পৌছানো হয়। সে চরে প্রতি পরিবারে একটি করে ১৫০টি শীতার্ত পরিবারের মাঝে ১৫০ পিচ কম্বল বীনামূল্যে বিতরন করা হয়। পরে একই কায়দার উক্ত ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের আশ্রয়ন কেন্দ্রে শীতবস্ত্র কম্বল নিয়ে হাজির হন ইউএনও। সেখানেও প্রতি পরিবারে একটি করে ১৫০টি শীতার্ত পরিবারের মাঝে ১৫০ পিচ কম্বল বিতরন করা হয়। এ নিয়ে গত দু’দিনে ইউএনও দুস্থদের মাঝে মোট ৬শ’ পিচ কম্বল বিতরন করেছেন বলে জানা যায়। জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর এসব কম্বল বরাদ্দ দিয়েছেন বলেও জানা যায়।