নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ মারুফ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় অজ্ঞাত পরিচয়ে আরো একজন আহত হয়েছে। নিহত মারুফের বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর গ্রামে।সে ওই গ্রামের আবদুর রাজ্জাক মেস্তুরী বাড়ির মোঃ শাহাজাহান বাবুলের ছেলে। জানাগেছে ,রবিবার (৪ জানুয়ারী) রাত ১১টারদিকে সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী ফোরলেইন মহাসড়কের ছমির মুন্সিরহাট বাজারের ইসলামিয়া সুইচস এর সামনে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ফোর লেইন মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মারুফ ও মোটরসাইকেলের অপর আরোহী মাথায় জখম সহ গুরুত্বর আহত হয়। এসময় উপস্থিত স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে ছমির মুন্সিরহাট আলিফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা পর মারুককে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই হাসপাতালে ভর্তির পর অপারেশনের আগ মুহুর্তে সোমবার দুপুর আড়াইটার সময় মারুফের মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাশার জানান বিষয়টি কেউ থানাকে অবহিত করেনী।