অন্তবর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৪:২৩ পিএম
অন্তবর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে

ইনকিলাব মঞ্চের আরবায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর হাদি। সোমবার (৫ জানুয়ারি) বেলা বারোটার দিকে বরিশাল নগরীর সদর রোডস্থ টাউন হল থেকে ছাত্র জনতার ব্যানারে মার্চ ফর হাদি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন শেষে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। তাদের এ দাবি দ্রুত পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়। বক্তারা আরও বলেন-শহীদ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রসেনানী। তাকে নির্মমভাবে হত্যা করা হলেও এখন পর্যন্ত মূলহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা হয়নি। বক্তারা আরও বলেন, একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়েছিলো, তেমনি জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদি হত্যার বিচার না হলে একই অবস্থা হবে। বক্তারা বর্তমান অন্তবর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচারের দাবি করেন। নতুবা তাদের এধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে