আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর) আসনের বাসদ মনোনীত মই মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাসদ বরিশাল জেলা কার্যালয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী সংগঠনের বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বরিশাল জেলা শাখার সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম জানিয়েছেন-গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংখ্যাগরিষ্ঠ দলের উপস্থিতিতে বরিশাল-৫ আসনের প্রার্থী বাসদের জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা লুটেরাদের বৃত্ত ভেঙে দেশপ্রেমিক প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে সংসদে পাঠানোর জন্য গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত ও বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানিয়ে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান করা হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর কবির মুকুল, বাসদের কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, জেলা শাখার সমন্বয়ক ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী, জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, শহিদুল শেখ, সুজন আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।