চাটমোহরে পুষড়া আদিবাসী উৎসব অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৪:২৬ পিএম
চাটমোহরে পুষড়া আদিবাসী উৎসব অনুষ্ঠিত

আদিবাসীদের নেটওয়ার্কি শক্তিশালীকরণে র লক্ষে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো পুষড়া আদিবাসী উৎসব। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার গুনাইগাছা কালিমাতা মন্দির চত্বরে এই উৎসবের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠণ মানব মুক্তি সংস্থার (এমএমএস) নাগরিক সংগঠণের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প। উৎসবে অনুষ্ঠিত হয় আন্তঃকমিটি সমন্বয় সভা। গুনাইগাছা ইউপি সচিব মোঃ আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন ও গুনাইগাছা ইউপি সদস্য রবিউল করিম বাবু। স্বাগত বক্তব্য দেন,মানব মুক্তি সংস্থার প্রজেক্ট ফোকাল মোঃ মোশারফ হোসেন। বক্তব্য দেন,আদিবাসী নেতা কর্ণ মুরারী,বিদ্যুৎ ভুঁইমালী,ভীমরাজ মাহাতো,বিউটি রানী,রিতা রানী,লক্ষণ দাস,সুকুমার মাহাতো,মিলন মন্ডল.রুপন মন্ডল প্রমুখ।  পুষড়া আদিবাসী উৎসবে চাটমোহর উপজেলার হান্ডিয়াল,বিলচলন ও গুনাইগাছা ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের মানুষ,দলীয় সঙ্গীত,একক সঙ্গীত,দলীয় নৃত্য,একক নৃত্য ও আদিবাসীদের সাংস্কৃতিক কর্মকান্ড তুলে ধরে।