সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আত্বপ্রকাশ এবং আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার উপজেলার কলেজ মোড়ে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক এ মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য বাখেন সাংবাদিক শাহ মো. রেদোওয়ানুর রহমান, মো. ইমদাদুল হক, এটিএম ঈমান আলী মামুন, মো. শহিদার রহমান জাহাঙ্গীর, মো. আব্দুল মতিন সরকার, মো. আলাউদ্দিন মজুমদার শাহীন, মো. আনিছুর রহমান আগুন, মো. আতাউর রহমান, মো. হযরত বেল্লাল, ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে এ মান্নান আকন্দকে (দৈনিক সমকাল/দৈনিক মাধুকর) আহবায়ক, মো. আতাউর রহমান মুকুলকে (দৈনিক মাতৃজগত/দৈনিক বাংলা ৭১ প্রতিদিন) সদস্য সচিব ও শাহ মো. রেদোওয়ানুর রহমান, (দৈনিক আমাদের সময়) মো. ইমদাদুল হক (দৈনিক আমার দেশ), এটিএম ঈমান আলী মামুন (দৈনিক দিনকাল), মো. শহিদার রহমান জাহাঙ্গীর(দৈনিক জনসংকেত) এবং ইঞ্জিনিয়ার মো. রুবেলকে (দৈনিক ঘোষণা) যুগ্ম আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এ ছাড়া আলোচনা সভায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় বিভিন্ন পত্রিকায় কর্মরত উপজেলার ২৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।