কাপাসিয়ায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৮ পিএম
কাপাসিয়ায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গাজীপুরের কাপাসিয়ায় 'উপজেলা গার্লস গাইডের' উদ্যোগে শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গার্লস গাইডের আঞ্চলিক কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আঞ্জুমান আরা। আয়োজিত অনুষ্ঠানে গার্লস গাইডের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক শিউলি আক্তার, জেলা কমিশনার ও রানী বিলাস মনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জোবেদা আখতার, গার্লস গাইডের কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস হাবিব, রওশন আক্তার হায়দার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা কমিশনার ও কামড়া মাশক ফাজিল মাদ্রাসার শিক্ষক এস এম তাসলিমা নাসরিন, জেলা কমিটির সদস্য ও গাজীপুর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফারহানা ফেরদৌস, জেলা কমিটির সদস্য নূরুন্নাহার, সুফিয়া সুলতানা প্রমুখ। প্রধান অতিথি হিসাবে গার্লস গাইডের আঞ্চলিক কমিশনার বলেন, গার্লস গাইডের মৌলিক নীতি হলো যা একজন গাইডকে সৎ, বিশ্বস্ত, বিনয়ী, দায়িত্বশীল এবং অন্যের সহায়ক হতে শেখায়। এরমধ্যে রয়েছে শ্রষ্টা ও দেশের প্রতি কর্তব্য পালন, সদা প্রস্তুত থাকা, জীবের বন্ধু হওয়া এবং হাসিমুখে প্রতিকুলতা মোকাবেলা করা, যা তাদের প্রতিজ্ঞা ও মূলমন্ত্রের অংশ। এই নিয়মগুলো গাইডকে আত্মমর্যাদাশীল হতে, অপরকে সাহায্য করতে এবং বিশ্বকে আরো ভালো জায়গা হিসাবে গড়ে তোলতে উদ্বুদ্ধ করে
আপনার জেলার সংবাদ পড়তে