পায়রা সেতুতে অতিরিক্ত টাকা নিয়ে ওভারলোড ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৪২ পিএম
পায়রা সেতুতে অতিরিক্ত টাকা নিয়ে ওভারলোড ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় ওভারলোড মালবাহী ট্রাক থেকে অতিরিক্ত অর্থ আদায় করে পারাপারের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে পটুয়াখালী গামী একটি ওভারলোড ট্রাক থেকে ৩ হাজার ৪শ টাকা আদায়ের পর তা ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। জানাগেছে, পায়রা সেতুর উত্তর প্রান্তে অবস্থিত ওজন স্কেলে ওভারলোড যানবাহন আটকে নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। অর্থ প্রদানের পর একটি টোকেন দেওয়া হয়, যা দেখিয়ে টোল প্লাজা অতিক্রম করে নির্বিঘ্নে দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট গন্তব্যে চলে যায় ট্রাকগুলো। একই পদ্ধতিতে দক্ষিণ থেকে উত্তরাঞ্চলগামী ওভারলোড যানবাহন থেকেও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় স্থানীয়রা কুষ্টিয়া ট-১১-১৪৯৩ নম্বরের একটি ওভারলোড ট্রাক আটক করে ওজন স্কেলে তোলে। এতে দেখা যায়, ট্রাকটির অনুমোদিত ধারণক্ষমতা ২২ টন হলেও এতে প্রায় ২৮ টন মাল বোঝাই করা হয়েছে। অতিরিক্ত ৬ টন মাল পরিবহনের জন্য নির্ধারিত টোলের বাইরে বাড়তি অর্থ আদায় করে টোকেন দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ট্রাকের চালক ইব্রাহীম মিয়া বলেন, “অতিরিক্ত ৬ টনের জন্য আমাকে ৩ হাজার ৪শ টাকা দিতে হয়েছে। পায়রা সেতুতে এভাবে ওভারলোড ট্রাক পারাপার এখন নিয়মিত ঘটনা।” এছাড়া ব্যাটারি চালিত অটো রিক্সায় ৪০ টাকা আদায় করা হলেও কোন প্রকার রশিদ না দেওয়ার অভিযোগ উঠেছে টোল কতৃপক্ষের বিরুদ্ধে। তারা বলেন, টাকা নেয় ঠিকই কিন্তুু কোন প্রকার রশিদ দেয় না তারা। তবে পায়রা সেতুর ওজন স্কেলের দায়িত্বে থাকা টোলকর্মী মামুন অতিরিক্ত ওজন থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে