মুস্তাফিজ বিতর্ক

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব নেই দেশের বাণিজ্যে, জানালেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৬ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৩ পিএম | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৩ পিএম
ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব নেই দেশের বাণিজ্যে, জানালেন অর্থ উপদেষ্টা
ফাইল ছবি

ভারত ও বাংলাদেশের মধ্যে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতি বা বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ নিশ্চয়তা দেন।

ড. সালেহউদ্দিন বলেন, “মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে, সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো, বিখ্যাত খেলোয়াড় খেলার সুযোগ পাচ্ছে, তাকে নেওয়া হয়নি। হঠাৎ করে আইপিএল সম্প্রচার বন্ধ করা অপ্রত্যাশিত এবং দুঃখজনক, তবে আমরা সঠিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি।” তিনি আরও বলেন, “এ ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না। ভারতের সঙ্গে বাণিজ্য বা পণ্য আমদানিতে কোনো বাধা আসবে না।”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানও সাংবাদিকদের জানান, “ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ভালো ছিল না। আমাদের প্রতিক্রিয়া যথাযথ এবং এটি আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি ভারতীয় পার্লামেন্টারিয়ানরাও বলেছেন, এটা ঠিক হয়নি। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কথাও ওঠেছে। আমাদের প্রতিক্রিয়া যথাযথ, এবং এতে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে।”

অর্থ উপদেষ্টা বলেন, “খেলাধুলা একটি দেশের সফট পাওয়ার। মুস্তাফিজ আমাদের দেশের অ্যাম্বাসেডর। তার প্রতি এমন আচরণ দুই দেশের জন্যও ভালো নয়। তবে আমরা চাই না, সম্পর্ক খারাপ হোক। আশা করি, দুই দেশ বসে বিষয়টি মীমাংসা করবে।” তিনি আরও যোগ করেন, “একটা ক্রিয়া হলে আরেকটা প্রতিক্রিয়া আসে। আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ উপযুক্ত। এতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সমঝোতার সুযোগ সৃষ্টি হবে।”

ড. সালেহউদ্দিন আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে এবং এ ধরনের বিষয়গুলো দেশের অর্থনীতি ও বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না।

আপনার জেলার সংবাদ পড়তে