দেশের চাবি আপনার হাতে-এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্ণীপুরে প্রচারণা চালিয়েছে ভোটের গাড়ি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী লক্ষ্ণীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থান করে ভোটের গাড়িটি। এ সময় নির্বাচনি সচেতনতা সৃষ্টি ও গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালানো হয়। প্রচারণাকালে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণভোটের প্রয়োজনীয়তা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন ও সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। জেলা তথ্য অফিস সার্বিকভাবে ভোটের গাড়ি টিমকে সহায়তা প্রদান করে।